মিতালি এক্সপ্রেস চলাচল বন্ধ মঙ্গলবার থেকে

0

ঈদুল ফিতরে ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে আগামীকাল মঙ্গলবার থেকে ১০ দিন বন্ধ থাকবে আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস চলাচল। ২৮ এপ্রিল থেকে এই আন্তঃদেশীয় ট্রেনটি আবারও শিডিউল অনুযায়ী চলাচল করবে।

রেলওয়ের তথ্যমতে, মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। কিন্তু বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।  
 
ঈদ যাত্রায় রেলওয়ের নিরাপত্তা প্রসঙ্গে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি, স্থানীয় পুলিশ ও র‍্যাবের সহযোগিতায় টিকিট ছাড়া যাত্রীরা যেন স্টেশনে প্রবেশ করতে না পারে সেজন্য সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হবে। তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here