‘মিডিয়া সবসময় আমার ব্যক্তিগত জীবন নিয়ে চাটনি বানিয়েছে’

0

পশ্চিমবঙ্গের গণমাধ্যমের ওপর ক্ষোভ উগড়ে দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

স্থানীয় গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে কী ঘটেছে তা নিয়ে কলকাতার মিডিয়া চাটনি বানিয়েছে।”

এর জবাবেই ক্ষোভ উগড়ে দিয়ে স্বস্তিকা, “কোনও অভিমান নেই। আমি কাজের জন্য সব সময় কথা বলি মিডিয়ার সঙ্গে। ছবির প্রচারের সময়, মুক্তির সময় সবার সঙ্গে দেখা হয়, কথা হয়, আড্ডা হয়। এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করলে সাংবাদিকদের সঙ্গেও একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে ওঠে। এবার বিষয়টা একটু অন্য রকম। কারণ আমি শহরে নেই। এবং ছবির মুক্তি আসন্ন। সেজন্য আমাকে ফোনেই কথা সারতে হচ্ছে। আসলে কিছু কিছু কলকাতার সংবাদমাধ্যম এতকাল আমার ছবি নিয়ে কোনও চর্চাই করেনি। তার বদলে আমি কার সঙ্গে কোন হোটেলে বসে কফি খেলাম, আমার ব্যক্তিগত জীবনে কী ঘটছে, এই সব নিয়েই লিখে গেছে। সেগুলো দিয়ে হয় কুলের চাটনি বানিয়েছে, নয় টমেটোর চাটনি বানিয়েছে।”

তিনি আরও বলেন, “এমনও হয়েছে এক বছরে আমার পাঁচটা ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে দু’-তিনটা ছবি হিট। সেই সংবাদমাধ্যমগুলো এক বর্ণও লেখেনি সেই ছবিগুলো নিয়ে। এখন অবশ্য তারা সমীকরণ ঠিক করতে চায় আমার সঙ্গে। তাই আমার উৎসাহ হারিয়ে গেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here