অতীত ঐতিহ্য ইতিহাসসমৃদ্ধ জনপদগুলোর মধ্যে রংপুর অন্যতম। এ জেলার প্রত্নতাত্ত্বিক ইতিহাস সংস্কৃতি, গৌরবময় ও সভ্যতা নির্ভর। বিশেষ সংস্কৃতির অধিকারী বিভিন্ন সম্প্রদায়ের মানবগোষ্ঠী এ দেশের সন্তান ও স্বদেশজাত জনগণ। ‘রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিশেষ সংস্কৃতির অধিকারী বিভিন্ন জনগোষ্ঠী একটি নৃপ্রত্নতাত্ত্বিক অধ্যয়ন’
বইটিতে সংযোজিত গবেষণা কর্মটি বিশেষ সংস্কৃতির অধিকারী মানবগোষ্ঠীর সামাজিক-রাজনৈতিক জীবনধারা সম্পর্কে একটি নতুন দিক উন্মোচন করবে। এসব দিক বিবেচনা করলে এই বইটি বিশেষ গুরুত্বের দাবিদার। নৃপ্রত্নতাত্ত্বিক গবেষণার একটি জনপ্রিয় গবেষণা পদ্ধতি হলো প্রধান তথ্যদাতা নির্বাচন কৌশল। যা এখানে ব্যবহৃত হয়েছে। Narrative approach কে এর অনুষঙ্গ বানানো হয়েছে। বাংলাদেশের বিশেষ সংস্কৃতির অধিকারী গোষ্ঠীর উপর অনেক গবেষণা কর্ম সম্পন্ন হলেও রংপুরের মিঠাপুকুর উপজেলায় এ ধরনের গবেষণা কর্ম পূর্বে আর পরিচালিত হয়নি। ফলে এই ধরনের গবেষণা সমৃদ্ধ বই এই অঞ্চলে এটিই প্রথম।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বিশেষ সংস্কৃতির অধিকারী জনগোষ্ঠীর মধ্যে সাঁওতাল, ওরাও, মালোপাহাড়ি, রাজবংশী প্রধান। তাদের ভাষা, বিয়ে, জীবনধারণ প্রণালী, গৃহস্থালীসহ উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও নৃপ্রত্নতাত্ত্বিক আলোক চিত্র এ সমাজকর্মে সংযোজিত হয়েছে। ৪৩২ পৃষ্ঠার এই বইটি প্রকাশ করেছে দেশের বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনী। প্রচ্ছদে ছিলেন সাইফুল সজীব।