মা হারালেন জ্যাকুলিন ফার্নান্দেজ

0

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা মারা গেছেন। অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তবে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এছাড়া টাইমস নাউ এর প্রতিবেদন থেকে জানা যায়, রবিবার (৬ এপ্রিল) সকালে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন জ্যাকুলিনের মা কিম ফার্নান্দেজ।

স্ট্রোকের পর আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। অসুস্থ অবস্থায় সব সময় মায়ের পাশে ছিলেন জ্যাকুলিন। কাজকর্ম থেকে বিরতি নিয়ে মায়ের পাশে থাকারই সিদ্ধান্ত নেন তিনি। ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার কথা থাকলেও অংশ নেননি এ অভিনেত্রী।

আরও জানা যায়, গত ২৪ মার্চ গুরুতর অসুস্থ হয়ে পড়েন জ্যাকলিনের মা কিম। লীলাবতী হাসপাতালের আইসিইউ-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখা হয় তাকে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় মারা যান তিনি। সকাল থেকে হাসপাতালে রয়েছেন জ্যাকলিন, তার বাবা এলরয় ফার্নান্দেজ ও পরিবারের সদস্যরা।

কয়েক দিন আগে কিম ফার্নান্দেজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন জ্যাকলিন। আজ মায়ের মৃত্যুর খবর জানিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি ‘কিক’ খ্যাত এই তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here