মা হারালেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক

0

অসুস্থ মায়ের পাশে থাকতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথেই দেশে ফিরে যান প্যাট কামিন্স। অবশেষে শুক্রবার ভোররাতে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অজি অধিনায়কের জন্মদাত্রী।

অজি অধিনায়কের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আজ ভারতের বিপক্ষে আহমেদাবাদ টেস্ট শুরুর ঘণ্টাখানেক আগে এই মৃত্যুসংবাদ এসে পৌঁছায় অস্ট্রেলিয়া দলের কাছে। কামিন্সের মায়ের সম্মানে আজ কালো আর্মব্যান্ড পরে নেমেছেন অজি ক্রিকেটাররা।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে বলেছে, ‘রাতে মারিয়া কামিন্সের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে প্যাট, তার পরিবার এবং স্বজনদের জন্য গভীর সমবেদনা।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে ভুগছিলেন প্যাট কামিন্সের মা। ২০০৫ সালে প্রথম তার স্তন ক্যানসার ধরা পড়ে। চিকিৎসার পর কয়েক বছর ভালো থাকলেও ২০২২ সালে ফের সেই ক্যানসার ফিরে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here