পুত্র সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। শনিবার রাতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর দিলেন তিনি। সেই সঙ্গে কোনোরকম রাখঢাক না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাচ্চার ছবি আর নামও শেয়ার করেছেন।
জানা গেছে, ১ আগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এ নায়িকা।
আরও লিখেছেন, ‘আমাদের প্রিয় ছেলেকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে কতটা খুশি, সেটি ব্যাখ্যা করার মতো উপযুক্ত কোনো শব্দ নেই। আমার হৃদয় ভরে গেছে।’
উল্লেখ্য, হুট করে ইলিয়ানার মা হওয়ার খবর প্রক্যাশে আসে গত এপ্রিলে। এরপর থেকে জল্পনা চলে সন্তানের বাবার পরিচয় নিয়ে। সদ্য নবজাতকের বাবার নাম-পরিচয় নিয়ে এখনো মুখ খোলেননি ইলিয়ানা।