লস অ্যাঞ্জেলেসের নিজ বাসভবন থেকে কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগে তাদের ৩২ বছর বয়সী পুত্র নিক রাইনারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সময় রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে লস অ্যাঞ্জেলেসের ওই বাড়ি থেকে দম্পতির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মা বাবাকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হত্যাকাণ্ডের আগের দিন একটি পার্টিতে নিকের সঙ্গে তার মা বাবার তীব্র কথা কাটাকাটি হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী পারিবারিক ওই কলহের বিষয়টি নিশ্চিত করলেও ঝগড়ার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। পুলিশ জানিয়েছে, ঘটনার শুরু থেকেই নিক রাইনার সন্দেহের তালিকায় ছিলেন। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে মামলাটি তোলা হবে। বাদী ও বিবাদী পক্ষ বুধবার পর্যন্ত অভিযোগ দায়েরের সময় পাবেন।
রব ও মিশেলের একমাত্র সন্তান নিক রাইনার নিজেও একজন নব্য পরিচালক। তবে তার জীবন ছিল বেশ বিতর্কিত। দীর্ঘ সময় তিনি মাদকাসক্তিতে ভুগেছেন এবং টেক্সাস ও নিউ জার্সির বিভিন্ন এলাকায় ভবঘুরে জীবন কাটিয়েছেন। বাবার পরিচালিত বিইং চার্লি সিনেমায় সহযোগী লেখক হিসেবে কাজ করেছিলেন নিক। সেই সিনেমায় নিজের মাদকাসক্তি ও গৃহহীন জীবনের অভিজ্ঞতাই তুলে ধরেছিলেন তিনি।
নিকের বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। তবে রাইনার পরিবারের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে মিশেল ও রব রাইনার আর আমাদের মাঝে নেই। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় আমরা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষায় সবার সহযোগিতা কামনা করছি।

