মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে যা বলেছেন ব্লিঙ্কেন

0

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে আব্বাসকে ব্লিঙ্কেন বলেছেন, হোয়াইট হাউস ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ‘বাস্তব পদক্ষেপ’ সমর্থন করে।

ব্লিঙ্কেন ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে অবশ্যই ইসরায়েলের পাশে দাঁড়াতে হবে। উভয় রাষ্ট্র শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। 

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের ওপর জোর দিয়ে বলেন, ইসরায়েল কর্তৃক সংগৃহীত সমস্ত ফিলিস্তিনি কর রাজস্ব পূর্ববর্তী চুক্তি অনুসারে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া উচিত। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here