মাহমুদুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

0
মাহমুদুলের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

সিলেট টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় সেশনের শুরুতেই ঘরের মাঠে নিজের প্রথম এবং ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

জর্ডান নিলের বলে গালি অঞ্চলে চার মেরে সেঞ্চুরির মাইলফলক ছোঁয় মাহমুদুল। এর আগে ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে করেছিলেন তার প্রথম টেস্ট সেঞ্চুরি।

ম্যারাথন ইনিংসে তিনি এখন পর্যন্ত ১২৯ রানে অপরাজিত, যেখানে রয়েছে ৯টি চার ও ১টি ছক্কা। তার সঙ্গে ক্রিজে আছেন মুমিনুল হক, যিনি ৫৬ রানে অপরাজিত।

এর আগে আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হলে, ওপেনিং জুটিতে দারুণ সূচনা পায় বাংলাদেশ। সাদমান ইসলাম ও মাহমুদুল মিলে গড়েন ১৬৮ রানের পার্টনারশিপ। সাদমান ৮০ রান করে আউট হলেও, ইনিংস এগিয়ে নিচ্ছেন মাহমুদুল ও মুমিনুল।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৬৮ রান, হাতে রয়েছে ৯ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here