মাস্কের সাথে নাচল রোবট

0
মাস্কের সাথে নাচল রোবট

টেসলার শেয়ারহোল্ডাররা ইলন মাস্কের জন্য প্রায় ১ ট্রিলিয়ন ডলারের বিশাল বেতন প্যাকেজ অনুমোদন করেছে। এরপরই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তার উদযাপন সারলেন মঞ্চে রোবটের সাথে নেচে। টেক্সাসে টেসলার বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের বিপুল ভোটে মাস্কের এই রেকর্ড-ভাঙা পারিশ্রমিক প্যাকেজ অনুমোদিত হয়।

অনুমোদনের পরপরই উৎফুল্ল মাস্ক মঞ্চে উঠে তার কোম্পানি হিউম্যানয়েড রোবট অপটিমাসের সাথে পা মেলান। রোবটটিও নিজের কৃত্রিম বুুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নৃত্য পরিবেশন করে। মাস্কের ডান্স স্টেপও অনুকরণ করতে দেখা গেছে রোবটিকে। এই মুহূর্তটিই যেন প্রতীকীভাবে তুলে ধরল টেসলার ভবিষ্যত কতোটা নিবিড়ভাবে অপটিমাসের সাথে যুক্ত। ভবিষ্যতে মাস্কের রোবট উৎপাদন, ডেলিভারি এবং ব্যক্তিগত সহায়তার কাজও সামলাবে বলেই দাবি করা হচ্ছে।

পাশে রোবট রেখে জনতাকে উদ্দেশ করে মাস্ক বলেন, অন্যান্য শেয়ারহোল্ডারদের সভাগুলো হয় যেন একঘেয়ে ঘুমের অনুষ্ঠান, কিন্তু আমাদেরটা হল এক কথায় জমজমাট। এটা দেখুন, এটা অসাধারণ। তিনি আরও ঘোষণা করেন, টেসলা শুধু গাড়িতে নয় রোবটিক্স এবং এআইতেও নতুন যুগে প্রবেশ করছে। 

নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলসহ কিছু বড় বিনিয়োগকারীর বিরোধিতা সত্ত্বেও শেয়ারহোল্ডাররা মাস্কের এই বিশাল প্যাকেজে আস্থা রেখেছেন। টেসলা বোর্ডের যুক্তি ছিল এই প্যাকেজ অনুমোদিত না হলে মাস্ক কোম্পানি ছেড়ে যেতে পারেন। বিনিয়োগকারীরা মনে করছেন, এই প্রায় ১ ট্রিলিয়ন ডলারের প্যাকেজ দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্য উপকারী হবে, কারণ পুরো অর্থ পেতে মাস্ককে এক দশকে টেসলার জন্য কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে। এই লক্ষ্যগুলির মধ্যে রয়েছে বার্ষিক ২ কোটি গাড়ি সরবরাহ, ১০ লাখ রোবট্যাক্সি পরিচালনা, ১০ লাখ রোবট বিক্রি এবং ৪০০ বিলিয়ন ডলারের কোর মুনাফা অর্জন করা। এর পাশাপাশি, টেসলার স্টক মূল্যকে বর্তমান ১.৫ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়াতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here