মাস্কের ‘বিদায়’ নিয়ে প্রতিবেদনকে ‘আবর্জনা’ বলল হোয়াইট হাউস

0

আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই ধরনের প্রতিবেদন আবর্জনা মাত্র।

যুক্তরাষ্ট্র প্রশাসনে ধনকুবের ইলন মাস্কের প্রতিপত্তি খানিকটা খর্ব করা হবে। এবিসি নিউজ এবং পলিটিকো পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলে একথা জানিয়েছেন।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু থেকেই বিভিন্ন কাজে সামনের সারিতে দেখা গেছে ইলন মাস্ককে। মাত্র দুই মাসের মধ্যেই সরকারের ব্যয় সংকোচনের কাজে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি বা ডোজের প্রধান হয়ে একাধিক সরকারি দপ্তরে তালা ঝুলিয়েছেন মাস্ক। মিডিয়ায় প্রকাশিত এই নতুন রিপোর্ট বলছে, মাস্কের এই কাজে দ্বিধাবিভক্ত ট্রাম্পের সহকারীরা।

তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট যদিও পলিটিকোয় প্রকাশিত এই খবর কে ‘গার্বেজ’ বা আবর্জনা বলে নস্যাৎ করেছেন।   

তার এক্স হ্যান্ডেলে ক্যারোলিন লেখেন, ‘ইলন মাস্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা আগেই জানিয়েছেন ডোজে তার অসাধারণ কাজ শেষ হলে ইলন সরকারি পদ থেকে বিদায় নেবেন।’

এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন মাস্ক ‘কোনো এক সময়ে’ তার কোম্পানির কাজে ফিরে যাবেন। প্রেসিডেন্ট বলেন, ‘ও অসাধারণ কাজ করছে। কিন্তু ওকে বড় সংস্থা চালাতে হয়। কোনো একটা সময় ও চলে যাবে। ও সেটাই চায়।’

মাস্কের বিপুল সংখ্যক সরকারি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন। মাস্ক জনগণের নির্বাচিত প্রতিনিধি নন। সরকারের কাজে তার ছড়ি ঘোড়ানো ভাল চোখে দেখছেন না সাধারণ মানুষ।

টেসলার বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন সরকারি কাজে মন দিতে গিয়ে নিজের সংস্থায় সময় দিচ্ছেন না মাস্ক।

টেসলা বয়কট হতে পারে, এই আশঙ্কায় ডিসেম্বরের পর থেকে সংস্থার স্টক ক্রমশ নিচে গেছে। ২০২৫ এর প্রথম কোয়ার্টারে টেসলার ১৩ শতাংশ বিক্রি কমেছে বলে জানানো হয়েছে।

ইলন মাস্ক ট্রাম্প সরকারের বিশেষ কর্মী। ফলে ৩০ দিনের মাথায় তার কার্যকাল শেষ হবে। তার সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানো হলে মাস্ক মে মাসের শেষেই বিদায় নেবেন।

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ট্রাম্প ও মাস্ক উভয়েই এ বিষয়ে একমত হয়েছেন যে টেসলা প্রধান সরকারি দায়িত্ব ছেড়ে ব্যবসা পরিচালনায় ফেরত যাবেন। তবে কবে তিনি সরকারি দায়িত্ব ছাড়ছেন তার সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেনি মার্কিন এ সংবাদমাধ্যম।

সূত্র : আনাদোলু এজেন্সি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here