বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটির মালয়েশিয়া শাখা। রবিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের উইস্মা এম সি এ এর হল রুমে দলের সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক এস এম বশির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা মোহাম্মদ আবু তাহের, পরে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দলের সহ-দপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, সাবেক ঢাকা উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, অবিভক্ত ঢাকা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা খোকন।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্ট বিএনপির এই ধারা অব্যাহত রাখতে গণতন্ত্রের আপষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান শত জেল জুলুম উপেক্ষা করে গণতন্ত্র সমুন্নত রাখতে স্বৈরশাসকদের পরাস্ত করতে যে আন্দোলন চলমান আছে তার সাথে সকলে একাত্মতা ঘোষণা করে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে তবেই স্বার্থকতা পাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান, তথ্য প্রযুক্তি ও আর্কাইভ বিষয়ক সম্পাদক, এম ফরহাদ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ হোসেন, যুবদল সহ-সভাপতি মঞ্জু খাঁ, স্বেচ্ছাসেবক দল সহ- সভাপতি তারেক সালাম, প্রচার সম্পাদক মারুফ এলাহি ,দপ্তর সম্পাদক মোশারফ হোসেন হৃদয় , সহ-সাধারন সম্পাদক আল ইমরান, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহজালাল, ঈমন হাসান, বকুল, সাইফুল ইসলাম, সাইদুর বাবু, মঞ্জুর, সবুজ খান, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া সভাপতি আমজাদ হোসেন মৃধা, সহ- সভাপতি কামাল,সহ-সাধারণ সম্পাদক আমানসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা ।