মালয়েশিয়া কেপং শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং পোস্টাল ভোটে প্রবাসীদের উদ্বুদ্ধকরণে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় কেপং এলাকার একটি হলরুমে শুরু হওয়া এ অনুষ্ঠান রাত ১০টা ৩০ মিনিটে শেষ হয়। কেপং শাখা বিএনপির সভাপতি মো. কামাল উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম শাহ। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কেপং বিএনপির সাধারণ সম্পাদক আলমাস ই কাদির ব্যাপারী।
কেপং বিএনপির সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম শাহ বলেন, বিএনপি সব সময় প্রবাসীদের পক্ষে কাজ করে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুরুত্বের সঙ্গে প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ এবং বিএনপি সরকার গঠন করলে সেই অঙ্গীকার বাস্তবায়িত হবে। তিনি মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীদের পোস্টাল ভোটে অংশগ্রহণ করে আগামীর গণতান্ত্রিক সরকার গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য দেন কেপং শাখা বিএনপির সহ-সভাপতি মো. আশরাফ, কেপং যুবদলের সভাপতি শহীদ শেখ, সাধারণ সম্পাদক মো. রতন, কেপং শাখা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং শ্রমবিষয়ক সম্পাদক মো. জালাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাঈদ রানা, মো. মতিউর, মো. লিটন, মো. ফরহাদসহ কেপং বিএনপির নেতাকর্মীরা।

