দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলিম উম্মাহ’র ঘরে ঘরে এলো খুশির ঈদ। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারায় ঈদের নামাজে অংশ নেন দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে মালয়সহ প্রায় ৭টি দেশের ধর্মপ্রাণ অভিবাসী মুসল্লিরা একসাথে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত আদায় করে।
এদিকে কুয়ালালামপুরের কেপং বাংলাদেশি মসজিদ মুহাজেরিন এর উদ্যেগে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সোয়া আটটায় শুরু হওয়া এই জামাতে মসজিদ পরিচালনা কমিটির মোহাম্মদ কামাল উদ্দিন রানা, মোঃ আশরাফ, নাসির উদ্দিন, চাঁন মিয়াঁ, আলমাস, পারভেজ, কামাল হোসেন, বাদশা, আলম, নাদিমসহ অংশ নেন প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি। জামাতে ইমামতি করেন হাফেজ মোঃ শাহজাহান।
কেপং বাংলাদেশি মসজিদ ছাড়াও চৌকিট বাংলাদেশি মসজিদ বায়তুল মোকাররম, কোতারায়া বাংলা মসজিদ, বুকিট বিনতাং বাংলাদেশি মসজিদ, সুবাংজায়া বাংলাদেশি মসজিদ, শ্রীমুডা বাংলাদেশি মসজিদ, ক্লাং, পেনাং, সুঙ্গাইবুলু, পুচং, মালাক্কা, পেনাং, জহুরবারু প্রদেশের বাংলাদেশি অধ্যুষিত এলাকা গুলোতে শত শত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।