মালয়েশিয়ার ঈদের দিন সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চারজন নিহত হয়েছেন। বুধবার ঈদের দিন মালয়েশিয়ায় সকালের দিকে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের করিম সর্দারের দুই ছেলে মো. আব্দুল্লাহ (২৫) ও হাফেজ মো. হুমায়ূন উরফে সোহেল (২৭) এবং একই এলাকার মো. শাহাবুদ্দির মিয়ার ছেলে মো. সোহেল (২৫), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আশকর আলী (৪০)।
হরষপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওর্য়ার্ডের সদস্য মো. অলিউল্লাহ সতত্যা নিশ্চিত করে বলেন, মো: আব্দুল্লাহ, হাফেজ মোঃ হুমায়ূন উরফে সোহেল, মো: সোহেল আমার ভাতিজা লাগে এবং আশকর আলী আমার গ্রামের জামাই হয়। ঈদের দিনের ছুটিতে ঘুরতে গিয়ে তারা লাশ হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, আমি স্থানীয়ভাবে শুনতে পেরেছি। লাশ যখন দেশে আসবে থানার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান।