‘মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের ব্যাপক অবদান’

0

মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশিদের ব্যাপক অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন, দেশটির সাবেক মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। সোমবার বাংলাদেশি মালিকানাধীন একটি গ্রুপের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে একথা বলেন।

ইফতার মাহফিলের এ অনুষ্ঠানকে ঘিরে বিকাল থেকে বিভিন্ন স্থান থেকে দলে দলে আসতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা। এ ধরনের ইফতার মাহফিলে এসে সন্তোষ জানান তারা। জমকালো এ আয়োজনে বাংলাদেশ ছাড়াও ছিলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপাল, থাইল্যান্ড ও কম্বোডিয়াসহ ৮ দেশের নাগরিক। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন প্রবাসে দেশের ভাবমূর্তি বাড়ায় বলে মন্তব্য করেন আগত অতিথিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here