মালয়েশিয়ায় ছাপাখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া মনিরউজ্জামানও (৪২) হার মানলেন মৃত্যুর কাছে । স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে নয়টায় সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় তিন বাংলাদেশির মারা গেছেন।
বর্তমানে আগুনে দগ্ধ আরো তিন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এর আগে, বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির এলাকার একটি ছাপাখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই লিটন (৩৪) ও মুরাদ (৩৮) নামে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।
সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, ভোর সোয়া ৪টার দিকে তারা আগুনের খবর পান। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আহতরা হলেন, যশোরের বাবলু রহমান (৪৪), মো. সাইফুল ইসলাম (৪২) এবং রাজা (২৮)। তাদের সবার অবস্থা গুরুতর। সেলাঙ্গরের সেরডাং হাসপাতালের আইসিইউতে তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) ভোর ৪টার দিকে সেলাঙ্গরের বন্দর বারু বাঙ্গির তামান পারিন্ডাস্ট্রিয়ান সেলামানের জালান পি-১০/১৮-এর ছাপাখানায় আগুন লাগে। ভোর ৪টা ১৪ মিনিটের দিকে রাজ্য দমকল বিভাগের অপারেশনস সেন্টার (পিজিও) একটি পাবলিশিং প্রিন্টিং ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বন্দর বারু বাঙ্গির ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), বিবিপি কাজাং, বিবিপি সেমেনিহ এবং বিবিপি সেরডাং থেকে মোট ২৩ সদস্য আগুন নেভানো ও উদ্ধার অভিযানের অংশ নেন।