মালয়েশিয়ায় সাত বাংলাদেশিসহ আটক ৪৯

0

মালয়েশিয়ার নিলাই এলাকার দেশা পালমায় প্রায় তিন ঘণ্টার অভিযানে ৪৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে সাত বাংলাদেশি রয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে।

এক বিবৃতিতে ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে মোট ২৬০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে ইন্দোনেশিয়ার দুইজন পুরুষ এবং চার নারী, বাংলাদেশের সাতজন পুরুষ, মিয়ানমারের ১৪ জন পুরুষ, নেপালের চারজন পুরুষ, ভারতের আট জন পুরুষ এবং এক নারী, পাকিস্তানের পাঁচ জন পুরুষ, নাইজেরিয়ার দুইজন পুরুষ এবং ইয়েমেনের দুইজন পুরুষ রয়েছেন।

আটকদের কোনো বৈধ পাস বা নথি নেই। কেউ কেউ অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করছিলেন।

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি) এর অধীনে তদন্ত করা হচ্ছে। তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সূত্র : দ্য স্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here