রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর ঘরে ঘরে এলো মাহে রমাদান। মঙ্গলবার থেকে মালয়েশিয়ার মুসলিমরা শুরু করেছেন সিয়াম সাধনা। তাই রমজানের প্রথম দিনটা সবার কাটে নানান ব্যাস্ততায়। প্রবাসী বাংলাদেশিদের বিশাল একটা অংশের বসবাস এ মালয়েশিয়ায়। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদিন কর্ম ব্যস্ততার পর রমজানের প্রথম দিন বিকালে প্রবাসী বাংলাদেশিদের ব্যস্ততা কাটে ইফতারি আয়োজনে।
দেশের মত বিদেশেও প্রবাসী বাংলাদেশিরা আগে থেকেই রমজানের প্রস্তুতি নিতে থাকেন। তাদের ইফতারি আয়োজনে থাকে ছোলা, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, হালিম খেজুরসহ বিভিন্ন ধরনের ফলমূল। কর্ম ব্যস্ততার কারণে অনেকেই এসব ইফতার সামগ্রী সংগ্রহে রাখেন আগে থেকেই।