মালয়েশিয়া যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুর এর বলরুমে এ আয়োজন করা হয়।
মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি মো. মঞ্জু খাঁ এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো. বাদল কারার, সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম মুরাদ। বিএনপি সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহ- সভাপতি এম জে আলম, যুগ্ম- সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, কাজী সালাউদ্দিন ও যুবদল সহ- সভাপতি শাহজাহান হাওলাদার। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মহিউদ্দিন।