মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন ভবনধসে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ভবনধসে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ মোকাদ্দেস আলী (৪৬), মোহাম্মদ সাইফুল ইসলাম (২৯) ও আহেদ আলী (৪২)।
অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর হাই কমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান এবং আইন সহকারী সুকুমারান সুবরামানিয়ম ঘটনাস্থলে যান।
এদিকে, নিহত তিনজনের মরদেহ দ্রুত দেশে পাঠাতে তাদের পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে হাইকমিশন। একইসঙ্গে দুর্ঘটনায় মৃত্যুর ক্ষতিপূরণের বিষয়ে কাজ করছে হাইকমিশন।