মালয়েশিয়ায় বসবাসরত ছাত্র-শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সর্ব বৃহৎ সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অরগানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) এ আয়োজন করে।
গত রবিবার মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে আগত অতিথিদের স্বাগত জানান মালয়েশিয়ায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন বিএসওএম-এর সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি এলিট ক্লাবের প্রেসিডেন্ট মনসুর আল বাশার সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মি. বাবু , রাশেদ বিন আবদুল্লাহ, মি. মামুন, তারেকুল আলম চৌধুরী অভি, আনিছুর রহমান রিপন। অনুষ্ঠানে বক্তারা রমজান মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে দেশের কল্যাণে কাজ করতে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএসওএম-এর সঙ্গে একত্রিত হয়ে কাজ করারও আহবান জানান।
ইফতার মাহফিলে মালয়েশিয়ার স্বনামধন্য ১৮টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ও বিদেশি শিক্ষার্থী, শিক্ষক, কমিউনিটি প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেয়।