মালয়েশিয়ায় বিএনপির প্রাথমিক সদস্য পদ সংগ্রহ, নবায়ন ও প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দেশটির হাংতুয়ার একটি রেস্টুরেন্টে বুকিত বিন্তাং শাখার সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম ব্যাপারীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, বুকিত বিন্তাং শাখা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন সেলিম, উপদেষ্টা মতিউর রহমান, সহ-সভাপতি শহীদুল ইসলাম, তুষার খান, সহ-সাধারণ সম্পাদক, লুতফর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ কাওসার আহমেদসহ আরও অনেকে।
নেতৃবৃন্দ পোস্টাল ভোট বিডি অ্যাপস ডাউনলোডের মাধ্যমে প্রবাসীদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানান।

