মালয়েশিয়ায় দিন দিন বড় হচ্ছে বাংলাদেশ কমিউনিটি। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও। বাংলাদেশিদের ফার্নিচার চাহিদা পূরণ করতে এবার যাত্রা শুরু করল আম্বার ফার্নিচার নামে আরও একটি শোরুম।
রবিবার দুপুরে দেশটির সেলঙ্গর রাজ্যের তেলুক পাংলিমা গারাংয়ের গামুডা কেমুনিং মলে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শোরুমের।
পরে উপস্থিত অতিথিদের নিয়ে কেক ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আম্বার ফার্নিচারের স্বত্বাধিকারী শিকদার মারুফ। ক্রেতাদের কথা মাথায় রেখে গুনে ও মানে সেরা মজবুত টেকসই ফার্নিচার নিশ্চিত করতে মালয়েশিয়ান নামীদামি কোম্পানির পাশাপাশি আমরা অন্যান্য দেশ থেকেও ফার্নিচার আমদানি করার পরিকল্পনা রয়েছে বলেও এক প্রতিক্রিয়ায় জানান শিকদার মারুফ।
তিনি আরও বলেন, উদ্বোধন উপলক্ষে আম্বার ফার্নিচারে বাংলাদেশিদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়।