মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত হাইকমিশনার মো. গোলাম সরোয়ারের সঙ্গে সৌজন্যে সাক্ষাত করেছেন বৃহত্তর নোয়াখালী সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয় সময় বেলা ১২ টায় বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া সভাপতি দাতো আক্তার হোসেনের নেতৃত্বে হাইকমিশনের হলরুমে নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাত করেন।
এসময় হাইকমিশনার মো. গোলাম সরোয়ার সকলের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নোয়াখালী সমিতি মালয়েশিয়া নেতৃবৃন্দ’র উদ্দেশে বলেন, আজকে ভীষণ ভালো লাগছে মালয়েশিয়ার মাটিতে আপনাদের সাফল্যের গল্প শুনে। এখন আমরা গর্ববোধ করি, এ দেশে শুধু আমাদের কর্মী ভাইয়েরা নয়, আছে উদ্যোক্তা, পেশাজীবী, ব্যবসায়ীরাও। আপনারা এক একজন দেশের হাইকমিশনার। সুতরাং দেশের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করবেন না। এসময় প্রবাসীদের হুন্ডির প্রতি নিরুৎসাহিত করতে এবং সদ্য চালু হওয়া সার্বজনীন পেনশন স্কিম সুবিধা গ্রহণ করতে উদ্বুদ্ধ করেন হাইকমিশনার মো. গোলাম সরোয়ার।
শেষে হাইকমিশনার মো. গোলাম সরোয়ার সার্ক এর মহাসচিব নিযুক্ত হওয়ায় তাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান বৃহত্তর নোয়াখালী সমিতি মালয়েশিয়া নেতৃবৃন্দ।