মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

0

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনার গোলাম সারোয়ার বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পবিত্র কোরআন তেলওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে এ উপলক্ষে দূতাবাসের হলরুমে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন যথাক্রমে দূতালয় প্রধান ফারহানা চৌধুরী ও শ্রম কাউন্সিলর সুমন কুমার দাস। অনুষ্ঠানে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জীবনীর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় হাইকমিশনার মো. গোলাম সারোয়ার তার বক্তব্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে বাঙালি নারীদের মুক্তির পথ দেখানোর আর্দশ নারী হিসাবে আখ্যা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here