মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার শামীম আহসান

0

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান কর্মস্থলে যোগ দিয়েছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার (২০ অক্টোবর) কর্মস্থলে যোগ দেন এই তিনি ।

নবনিযুক্ত হাইকমিশনার শামীম আহসান মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিদায়ী হাইকমিশনার গোলাম সারোয়ারের স্থলাভিষিক্ত হলেন। এই মিশনে যোগদানের পূর্বে তিনি ইতালিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কূটনৈতিক হিসেবে শামীম আহসান নাইজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কুয়েত, দোহা, নাইরোবি, রোম ও ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

শামীম আহসান ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর বরিশালের পিরোজপুরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস ও এমএসএস ডিগ্রি লাভ করেন তিনি। এরপর দেশে-বিদেশে বেশ কয়েকটি পেশাদার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here