জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় প্রয়াত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মালয়েশিয়া শাখা। সংগঠনের সভাপতি দাতু আব্দুল রউফ লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুল।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জোসেফ, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া সভাপতি নাজমুল ইসলাম বাবুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি এম এম মামুন অর রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল, সহ-সভাপতি মো. আব্দুল বাতেন, মো. সোহাগ মিয়া, কাজী জুলফিকার, যুগ্ম- সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা কাজী, মোহাম্মদ হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক, মো. মোখলেছ মহিউদ্দিন, সাইফুল ইসলাম সিরাজ, ছাত্রলীগ নেতা মওদুদ মোল্লা প্রমুখ ।