মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র বিতরণ

0
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র বিতরণ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ ও জাতীয় নির্বাচনে ভোটদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের জি টাওয়ারে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। 

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তার বক্তব্য শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে বিশেষভাবে যত্নশীল এবং এবারই প্রথম প্রবাসীগণ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নির্বাচন কমিশনার ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, প্রবাসীদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনলাইনের মাধ্যমে ভোটার নিবন্ধনের সুযোগ থাকবে এবং মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট প্রদানের জন্য নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর ভোটারদের ঠিকানায় পোস্টের মাধ্যমে ব্যালট পেপার এবং ফিরতি খাম পাঠানো হবে। ভোটাররা তাদের ভোট পূরণ করে নির্ধারিত খামে পোস্ট করবেন যা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাবে। ভোটাররা অনলাইনে তাদের ভোটের অবস্থা ট্র্যাকও করতে পারবেন। তিনি প্রবাসীদের থেকে সহযোগিতা কামনা করেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভোটদান প্রক্রিয়া সম্পর্কে মতবিনিময় ও প্রবাসীদের ভোটদানে সহায়তা প্রদানে হাইকমিশন সব ধরনের প্রচারণা চালাবে।

সভায় প্রবাসী কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here