মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে ৮ দলীয় ফুটসাল টুর্নামেন্ট

0
মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে ৮ দলীয় ফুটসাল টুর্নামেন্ট

সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৮ দলীয় ফুটসাল টুর্নামেন্ট। আগামী সোমবার (২০ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরের আম্পাং-এ দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

বুধবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী এইচ এম এহসান উল্লাহ। তিনি বলেন, কর্মব্যস্ত প্রবাস জীবনে একটু স্বস্তি ও প্রশান্তি দিতে আমাদের এই আয়োজন। একটা দিন আমরা আনন্দ আর উল্লাসে কাটাতে চাই। সফল একটি টুর্নামেন্টের জন্য সকলের সহযোগিতা চান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আয়োজকদের ধন্যবাদ জানান কমিউনিটি নেতা মো. জসীমউদ্দিন। তিনি বলেন, এ আয়োজন সত্যিই অসাধারণ। বিদেশের মাটিতে এ ধরনের আয়োজন আমাদের সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করে। 

অনুষ্ঠানে কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার ফুটসাল টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দলের ম্যানেজার, ক্যাপ্টেন ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here