মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা

0
মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটদান নিয়ে মতবিনিময় সভা

মালয়েশিয়ার পেনাং প্রদেশ ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদান বিষয়ে কেদাহ প্রদেশের কুলিমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এসময় তিনি প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেন। সভার সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার বলেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞ। তিনি জানান, রোজার আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের প্রভাব ছাড়াই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশ্বাস দেন।

প্রবাসীদের ভোটদান প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং চালুর উদ্যোগ নিয়েছে। প্রবাসীরা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন। এরপর ডাকযোগে তাদের কাছে ব্যালট পেপার ও ফিরতি খাম পাঠানো হবে। প্রবাসীরা ভোট প্রদান করে তা ডাকযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে পারবেন। এ ছাড়া অনলাইনে তারা তাদের ব্যালটের গতিপথও ট্র্যাক করতে পারবেন। এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহযোগিতা কামনা করেন নির্বাচন কমিশনার।

ভারপ্রাপ্ত হাইকমিশনার তার বক্তব্যে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়ায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসীদের ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে হাইকমিশন নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রচার-প্রচারণা চালাবে।

অনুষ্ঠান শেষে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হয়। এসময় প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময়ের পর উপস্থিত প্রবাসীদের আপ্যায়ন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here