মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় মিলেছে

0

মালয়েশিয়ায় মাটিতে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় শনাক্ত করে।

এই ৩ বাংলাদেশি হলেন শরীয়তপুর জেলার পালং থানার জাহিদুল খান (২০),  মনিরুল ইসলাম (৩১) এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার আহাদ্দি মাদবরের কান্দির মো. সাজ্জাদ হোসাইন (২০)।

বৃহস্পতিবার বিকেল ৪টায় মরদেহ ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়। এরপর মরদেহগুলো হস্তান্তর করা হয় পুলিশের কাছে।

নিহতদের বিষয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে প্রথম সচিব সুমন চন্দ্র দাস জানান, অফিসিয়ালি সব প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে। আগামী মঙ্গলবার সকালে মৃতদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here