মালয়েশিয়ায় নির্মাণ সাইটে ক্রেন চাপায় দুই বাংলাদেশী নিহত

0

মালয়েশিয়ায় নির্মাণ সাইডে রাতের বেলা কাজ করার সময় একটি হাইড্রলিক টাওয়ার ক্রেন দুর্ঘটনাবশত উল্টে যায়। এসময় এই টাওয়ার ক্রেনটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ২ জন বাংলাদেশি নিহত হয়। বৃহস্পতিবার সকালে পেরাক ফায়ার এন্ড রেসকিউ এর প্রধান এক বিবৃতিতে এসব তথ্য জানান। দেশটির বার্তা সংস্থা বারনামা আরো জানায়, গত রাত ৮টা ১৭ মিনিটে দেশটির সিম্পাং পুলাইয়ের একটি কন্সট্রাকশন কোয়ারী সাইডে ভূমিধসের কারণে একটি হাইড্রলিক টাওয়ার ক্রেন উল্টে যায়। এসময় এই বিশালাকার টাওয়ার ক্রেনের নিচে চাপা পড়ে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হয়। তবে ঐ বাংলাদেশি ২ শ্রমিকের পূর্ণাঙ্গ নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ। ফায়ার এন্ড রেসকিউ টিম জানিয়েছেন তাদের দূজনের বয়স প্রায় ৩০ থেকে ৪০ বছর বয়স হবে।

ঘটনাস্থলে পৌঁছে রেসকিউ টিম তাদের অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার করে এই বিশালাকার টাওয়ার ক্রেন সরিয়ে তাদের ২ জনের মৃতদেহ উদ্ধার করেন। তারা এখানে শ্রমিকের কাজ করতেন। পেরাক ফায়ার এন্ড রেসকিউ ডিপার্টমেন্টের প্রধান জানান, নিহতদের দেহাবশেষ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাত ৯টা ৫৫ মিনিটে এই উদ্ধার অভিযান শেষ হয়।
ইপোহ জেলা পুলিশের প্রধান এসিপি ইয়াহায়া হাসান বলেছেন, মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে পাঠানো হয়েছে, তিনি আরো বলেন, নিহত ২ বাংলাদেশির পূর্ণাঙ্গ পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here