নানা আয়োজনে মালয়েশিয়ায় নতুন বছরকে বরণ করা হয়েছে। ২০২৫-কে বরণ করতে দেশটির স্থানীয় সময় মঙ্গলবার বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন শত শত মানুষ।
সন্ধ্যা থেকেই রাজধানী কুয়ালালামপুরের প্রবেশ পথগুলো অনেকটা অচল হয়ে যায়। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় প্রশাসনকে। সন্ধ্যা শেষে যখন রাত, মানুষের জটলা তখন দর্শনীয় স্থানগুলোতে।
রাত ১২টা বাজতেই শুরু কাউন্টডাউন। ১২টা এক মিনিটে আধুনিক মালয়েশিয়ার প্রতীক টুইন টাওয়ার, নতুন সুউচ্চ ভবন দি এক্সচেঞ্জসহ মালয়েশিয়ার আকর্ষণীয় স্থাপনাগুলোর মাথায় মুহুর্মুহু আতশবাজির ঝলকানির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় মালয়েশিয়ানরা।
আতশবাজির জমকালো এই প্রদর্শনী উপভোগ করতে এবং নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটন নগরী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের টুইন টাওয়ার, দি এক্সচেঞ্জ সংলগ্ন মাঠে বিকাল থেকেই হাজারও মানুষের ঢল নামে। স্থানীয় মালয়েশিয়ানদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও এতে উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে আতশবাজির ঝলকানিতে পুরো কুয়ালালামপুরের আকাশ রঙিন হয়ে ওঠে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ধ্বনিতে এবং একে অপরের প্রতি পার্টি স্প্রে ছিটিয়ে উল্লাসে মেতে সকলে বরণ করে নেন নতুন বছরকে। নববর্ষকে ঘিরে বিভিন্ন ভাষাভাষী লাখো মানুষের মিলনমেলায় পরিণত হয় পুরো কুয়ালালামপুর।
এ ছাড়া আতশবাজির উৎসব, ক্লাউন, পাপেট শোসহ বিভিন্ন আনন্দ আয়োজন সবার মন কাড়ে। প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন। আর বিশেষ করে সাধারণ প্রবাসীরা নববর্ষের ছুটির দিনটিতে বিকালে কুয়ালালামপুরজুড়ে বিভিন্ন দৃষ্টিনন্দন স্থানগুলোতে উপস্থিত হয়ে বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠেন।