দুর্নীতির মামলায় কারাগারে বন্দি রয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তার মুক্তি দাবিতে সমাবেশ ঘিরে দেশটিতে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে ব্যাপক চাপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকার।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইস্তানা নেগারা (জাতীয় প্রাসাদ) থেকে দেওয়া নির্দেশনা পড়তে হবে, বুঝতে হবে এবং মেনে নিতে হবে।”
এসময় তিনি সব পক্ষকে সংবিধান এবং আইন অনুযায়ী কাজ করার আহ্বান জানান।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জাতীয় প্রাসাদও (ইস্তানা নেগারা) এক বিবৃতিতে জানিয়েছে- ক্ষমা, শাস্তি স্থগিত বা লাঘব করার একমাত্র অধিকার বর্তমান রাজা সুলতান ইব্রাহিমের। ক্ষমা বোর্ডের পরামর্শে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৮ সালের ওয়ান এমডিবি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালে নাজিব রাজাক ১২ বছরের কারাদণ্ড এবং ২১০ মিলিয়ন রিঙ্গিত জরিমানার শাস্তি পান। পরে তার সাজা অর্ধেক কমিয়ে জরিমানা ৫০ মিলিয়ন রিঙ্গিতে নামিয়ে আনা হয়।
তবে নাজিব রাজাক দাবি করেছেন, সাবেক রাজা সুলতান আবদুল্লাহ তাকে বাকি সাজা গৃহবন্দি হিসেবে কাটানোর অনুমতি দিয়েছিলেন। তবে কুয়ালালামপুর উচ্চ আদালত এই দাবিকে গুজব আখ্যা দিয়ে খারিজ করেছেন। নাজিব এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন।
নাজিবের সমর্থনে উমনো এবং প্রধান বিরোধীদল পাস একত্রিত হয়ে আগামী সোমবার আদালতের বাইরে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। তবে উমনো এরইমধ্যে সমাবেশ থেকে নিজেদের সমর্থন প্রত্যহার করে নিয়েছে।
এদিকে, বিরোধী নেতা লিম গুয়ান ইং সমাবেশের নিন্দা জানিয়ে বলেছেন- এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি।
পাস নেতারা এই সমাবেশকে সরকারবিরোধী আন্দোলনের অংশ বলে উল্লেখ করেছেন। তাদের দাবি, ২০২৬ সালের সাধারণ নির্বাচনের আগেই আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন সরকারকে সরিয়ে দিতে হবে।
মালয়েশিয়ার রাজনীতিতে এই সমাবেশ এবং ক্ষমা ইস্যু আরও উত্তেজনা তৈরি করেছে। এটি সরকার ও বিরোধীদের মধ্যে দ্বন্দ্ব আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সূত্র: দ্য সান ডেইলি