মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

0
মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তিনি তার পরিচয়পত্রের কপি পেশ করেন।

শুক্রবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

প্রটোকল প্রধান হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাকে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তারা দ্বিপাক্ষিক ও পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন ।

হাইকমিশনার উইসমা পুত্রায় দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের আন্ডারসেক্রেটারির সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এ সময় ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা, কাউন্সিলর (রাজনৈতিক) এবং চ্যান্সেরির প্রধান প্রণব কুমার ভট্টাচার্য এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হুসেন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here