বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি মালয়েশিয়া ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুর বুকিট বিন্তাংয়ে অবস্থিত বাংলাদেশি মসজিদে বাদ মাগরিব মিলাদ ও দোয়া দোয়ার আয়োজন করা হয়। পরে নিকটবর্তী রেস্তোঁরা পিঠাঘরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি মালয়েশিয়া সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খাঁনের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান ও মালয়েশিয়া বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন ।