মালয়েশিয়ায় কমিউনিটি প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

0

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব’ এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিন্তাং এর অভিজাত রেস্টুরেন্ট ‘পিঠা ঘর’-এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি ও আর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু। বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও সময় টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম রতন সংগঠনে গতিশীলতা এনে আগামী ১৫ অক্টোবরের মধ্যে একটি নতুন কমিটি দেয়ার কথা জানান। একই সঙ্গে নতুন সদস্য তালিকা ভুক্তি করে নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব বাছাইয়ের কথা জানান উপস্থিত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নতুন আহ্বায়ক কমিটিকে প্রেসক্লাবের সকল সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here