মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে বাদ মাগরিব এসবের আয়োজন করা হয়।
মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জানাজা সম্পন্ন হয়।
জানাজা পরবর্তী দোয়া মাহফিলেওসমান বিন হাদীর শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

