মালয়েশিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। রবিবার (২৬ মার্চ) কুয়ালালামপুরস্থ জি টাওয়ার এর একটি হলরুমে আলোচন সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর শুরু হয় আলোচনা সভা।
আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহ-প্রচার সম্পাদক জাঁকির হোসেন। এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, মালয়েশিয়া আওয়ামী লীগ সহ- সভাপতি রাসেদ বাদল, মনিরুজ্জামান মনির, মো হুমায়ুন কবির, জালাল উদ্দিন সেলিম, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জোসেফ, আওয়ামী লীগ নেতা মুরাদ হোসেন, রুহুল আমিন, উপ- দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সিরাজ, শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, মালয়েশিয়া শাখা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জহির প্রমুখ।
ইফতার পূর্বে পবিত্র রমজান মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের শান্তি কামনা, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সু- স্বাস্থ্য কামনা ও মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে পবিত্র গীতা পাঠ করেন মালয়েশিয়া আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শ্রী প্রদীপ কুমার বিশ্বাস।