মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশী কনসার্ট

0

জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশী কনসার্ট ২০২৩। ৪ জুন সন্ধ্যায় কুয়ালালামপুরের টুইন টাওয়ার সংলগ্ন উইসমা এমসিএ হলে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। মঙ্গলবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান, টিউলিপ ও জয়া ইন্টারটেইনমেন্ট এর প্রতিষ্ঠাতা আলমগীর আহমেদ।

এ সময় চিত্রনায়িকা আঁচল ও সঙ্গীত শিল্পী সৈয়দ অমি উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস, কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী আকাশ সেন, মডেল সুমি, রাহিসহ এক ঝাঁক তারকা অংশগ্রহণ করবেন। শিগগিরই এ কনসার্টের টিকিট কুয়ালালামপুর ও এর আশপাশের বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে পাওয়া যাবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here