ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে মালদ্বীপের। দেশটিতে নতুন সরকার গঠনের পর থেকেই ভারতের সঙ্গে এই টানাপোড়েন শুরু হয়।
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে চীনপন্থী মোহাম্মদ মুইজ্জু পথ নেওয়ার পর একেক পর এক ভারতবিরোধী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। ফলশ্রতিতে ভারতের বাজেটে মালদ্বীপের জন্য সাহায্যের বরাদ্দ কমিয়ে দিয়েছে মোদী সরকার। এরপরই মুইজ্জুকে ফোন করেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।
নতুন বাজেটে দেখা গেছে, মালদ্বীপের জন্য অর্থ বরাদ্দ আগের বছরের তুলনায় ২২ শতাংশ কমানো হয়েছে। ২০২৩-২৪ সালের বাজেটে দেশটির জন্য ৭৭০ দশমিক ৯০ কোটি রুপি বরাদ্দ দিয়েছিল ভারত। তবে ২০২৪-২৫ সালের বাজেটে তা কমে হয়েছে ৬০০ কোটি রুপি।
বরাদ্দ কমানোর পরের দিন মালদ্বীপের প্রেসিডেন্টকে ফোন করেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। এ সময় উভয়ের মধ্যে বেশকিছুক্ষণ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা হয়। তারা দুই দেশের সম্পর্ককে জোরদার করতে আলোচনা করেন।
একপর্যায়ে আনোয়ারুল হক কাকার মালদ্বীপকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, “দেশটির উন্নয়নের প্রয়োজনে অর্থ সাহায্য করবে পাকিস্তানও।”
মালদ্বীপের প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে পাকিস্তানের এই আশ্বাসের কথা জানানো হয়েছে। সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু