মালদ্বীপে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

0
মালদ্বীপে বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

মালদ্বীপে কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

সোমবার দুপুরে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে মালদ্বীপের বিভিন্ন হাসপাতালে কর্মরত বাংলাদেশি চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

সাক্ষাতের শুরুতে হাইকমিশনার প্রবাসী বাংলাদেশি চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসে কর্মরত চিকিৎসকেরা একদিকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, অন্যদিকে মালদ্বীপে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

এ সময় চিকিৎসকেরা মালদ্বীপে তাদের কর্মপরিবেশ, পেশাগত চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয় হাইকমিশনারকে অবহিত করেন। হাইকমিশনার উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

তিনি মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশি চিকিৎসকদের নিয়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।

এ ছাড়া হাইকমিশনার মালদ্বীপের আইন-কানুন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ হাইকমিশন সবসময় প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here