ফয়সাল ফাহিমের দারুণ অ্যাসিস্ট থেকে রাকিবের দুর্দান্ত ফিনিশিংয়ে বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। ফিফার প্লে অফ নিশ্চিত করার জন্য ম্যাচটা বাংলাদেশের জন্য বাঁচা মরার লড়াই।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় মিনিটের মাথায় ডিফেন্ডার শাকিলের ভুলে ডি বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে যায় মালদ্বীপ। তবে শেষ পর্যন্ত বিপদ ঘটেনি।
সপ্তম মিনিটে দুর্দান্ত এক সুযোগ সৃষ্টি করে বাংলাদেশ। সোহেল রানার বাড়িয়ে দেওয়া বল জামাল ভুঁইয়া ডি বক্সের ভেতরে নিয়ে ঢুকলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারননি তিনি। যার ফলে গোলবঞ্চিত থাকতে হয় স্বাগতিকদের।
তবে চার মিনিট পর সফলতার দেখা পায় স্বাগতিকরা। ফাহিমের পাস ধরে দুর্দান্ত এক গোলে দলকে লিড এনে দেন রাকিব হোসেন।