মালচিং পদ্ধতিতে শসা চাষে স্বাবলম্বী কৃষক

0

মালচিং পদ্ধতি ব্যবহার করে শসা চাষে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কৃষক জাহাঙ্গীর আলমসহ কয়েকজন তরুণ। তারা মাত্র ৩০ শতাংশ জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ করে এক মাসে লক্ষাধিক টাকা আয় করেছেন লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের স্মার্ট কৃষকরা। তাদের একজন জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম চিনিপাড়া গ্রামের আবদুস সামাদের ছেলে। ছোট ব্যবসার পাশাপাশি উপজেলা কৃষি অফিসের সহযোগিতা ও পরামর্শ নিয়ে মাত্র ৩০ শতক জমিতে মালচিং পদ্ধতিতে শসা চাষ করে চমক লাগিয়ে দিয়েছেন। মাত্র ৪০ হাজার টাকা খরচ করতে হয়েছে ৩০ শতাংশ জমির জন্য।

সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিউটি রাণী বৈরাগী জানান, তিনি নিয়মিত জাহাঙ্গীর আলমের শসা খেত পরিদর্শন করে সঠিক সময়ে কীটনাশক ও ছত্রাক নাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। যে কারণে শসার ফলন তুলে লাভবান হচ্ছেন ওই কৃষক। তার ব্লকের ৫ হাজারের অধিক কৃষকের মধ্যে ২ হাজার নারী ও ৩ হাজার পুরুষ কৃষক রয়েছেন। চাষি জাহাঙ্গীর বলেন, মালচিং পদ্ধতি আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে। এ পদ্ধতিতে মাত্র ২০-২৫ দিনের মধ্যে শসা তুলে বাজারজাত করা যায়। আমি এর সুফল পেয়েছি। এ পদ্ধতি ব্যবহার করে লক্ষাধিক টাকা আমার আয় হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here