গত ফেব্রুয়ারিতে ১ হাজার ২২৪ ও মার্চে ১ হাজার ২৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সে হিসাবে ফেব্রুয়ারির চেয়ে মার্চে করোনা রোগী কম ছিল ১৬ শতাংশ।
গত ফেব্রুয়ারিতে করোনায় মারা গেছে ৮ ও মার্চে ৩ জন। সে হিসাবে মার্চে মৃত্যু ফেব্রুয়ারির চেয়ে ৬২ শতাংশ মৃত্যু কম ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ১৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ সময় কেউ মারা যায়নি। ভর্তি রোগীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন ও বাকি ১২ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭১৯ ও মৃত্যু ২২ জন।
এ বছর ডেঙ্গু রোগী ১ হাজার ৮৩ জন বা ৬৩ শতাংশ পুরুষ ও ৬৩৬ জন বা ৩৭ শতাংশ নারী। কিন্তু রোগটিতে সমানসংখ্যক নারী ও পুরুষ মারা গেছে।