মার্কিন হ্যাকার কেভিন মিটনিক মারা গেছেন

0

মার্কিন যুক্তরাষ্ট্রের রিফর্মড হ্যাকার কেভিন মিটনিক ৫৯ বছর বয়সে মারা গেছেন। অগ্ন্যাশয়ের ক্যান্সারের সাথে দীর্ঘ ১৪ মাস যুদ্ধের পর গত রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কেভিন মিটনিক একসময় এফবিআই’র ‘মোস্ট ওয়ান্টেড’ সাইবার অপরাধীদের মধ্যে একজন ছিলেন।

১৯৯০-এর দশকে মিটনিক প্যাসিফিক বেলসহ বিভিন্ন কর্পোরেট নেটওয়ার্ক এবং সরকারি ওয়েবসাইটে প্রবেশ করে কর্পোরেট ডেটা ও ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে কুখ্যাতি অর্জন করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের মোবাইল নেটওয়ার্কের অভ্যন্তরে ক্রমাগত প্রবেশের পাশাপাশি কর্পোরেট, সরকারি এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সিস্টেম ক্ষতিগ্রস্ত করা ও সারাদেশের হাজার হাজার ক্রেডিট কার্ড নম্বর এবং ডেটা ফাইল চুরির সঙ্গে জড়িত ছিলেন। সেই সময় দুই বছর মিটনিককে খোঁজার পর কম্পিউটার এবং ইন্টারনেটে জালিয়াতির জন্য ফেডারেল সরকার তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। 

সূত্র- সিএনএন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here