মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরাকি যোদ্ধাদের

0

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা।

ড্রোনটি পশ্চিম দিক থেকে বেআইনিভাবে ইরাকের আকাশে প্রবেশ করেছিল অভিযোগ।

বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী বাগদাদের ৭০ কিলোমিটার উত্তেরে দেয়ালিয়া প্রদেশের আকাশ থেকে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। ড্রোনটি কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটি থেকে উড়ে ইরাকের আকাশসীমায় প্রবেশ করে। বিবৃতির শেষ পর্যায়ে প্রতিরোধ যোদ্ধারা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, তারা শত্রুদের ওপর হামলা অব্যাহত রাখবে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ইরাকে তাদের একটি এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে। তবে পেন্টাগন এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকার করে। বাগদাদে কয়েকদিন আগে মার্কিন ড্রোন হামলায় পপুলার মোবিলাইজেশন ইউনিটের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হওয়ার পর মার্কিন এই ড্রোনটি বিধ্বস্ত হলো। সূত্র: প্রেসটিভি, কুর্দিস্তান২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here