মার্কিন যুবককে বিয়ে করলেন ফাতিমা ভুট্টো

0

মার্কিন যুবককে বিয়ে করলেন ফাতিমা ভুট্টো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাতনি লেখক ও মানবাধিকারকর্মী ফাতিমা ভুট্টো বিয়ে করেছেন। করাচিতে শনিবার নিজ বাসভবনে তার বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।  

ফাতিমার ভাই জুলফিকার আলি ভুট্টো জুনিয়র সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির একটি ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন।

টুইটারে তিনি লিখেছেন, আমাদের বাবা শহিদ মীর মুর্তজা ভুট্টো এবং ভুট্টো পরিবারের পক্ষ থেকে এই খুশির খবর শেয়ার করতে পেরে আমি খুবই আনন্দিত। শনিবার আমাদের করাচির বাড়িতে আমার বোন ফাতিমার বিবাহ সম্পন্ন হয়েছে।’ 

তিনি সবাইকে নবদম্পতির জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন।

ফাতিমা ভুট্টোর স্বামীর নাম গ্রাহাম বায়রা। ৪১ বছর বয়সী এ মার্কিন খ্রিস্টান যুবক বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম পরিবর্তন করে জিব্রান রাখা হয়েছে। ফাতিমা ভুট্টোর আরেক পরিচয়, তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ভাতিজি। ফাতিমার বাবার নাম মুর্তজা ভুট্টো।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন, পাকিস্তান অবজার্ভার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here