গোয়েন্দাগিরির অভিযোগে ৭৮ বছর বয়সী এক মার্কিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চীনের একটি আদালত।
জন শিং-ওয়াং লেইং হংকংয়ের স্থায়ী বাসিন্দা। তাকে সোমবার এই কারাদণ্ড দেওয়া হয়। সুঝৌ শহরের আদালতটি যদিও তার বিপক্ষে অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
চীনের মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। নিজেদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান লক্ষ্য।
তবে কোন দেশে তথ্য পাচার করেছেন ওই মার্কিন নাগরিক সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: বিবিসি